আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে গেল বাঁধ, ভেসে যাচ্ছে এলাকা

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৯:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফলে বন্যার ঝুঁকিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অনেককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। শহরটির প্রধান ওলেক্সান্ডার ভিকুল অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে।

ইউক্রেনের দাবি, তাদের দেওয়া পাল্টা আক্রমণের জবাব দিতেই রাশিয়া এই ব্যবস্থা নিয়েছে। এই ঘটনায় রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই হামলায় ক্রিভি রিহ শহরের দুটি এলাকার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনক ভাবে বাড়ছে।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি। বারবার সাধারণ মানুষদের হামলার নিশানা বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: বিবিসি, রয়টার্স।

আরও খবর: আন্তর্জাতিক