সারাদেশ

কালিগঞ্জের ধলবাড়িয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ভুল ঔষধ দেওয়ার অভিযোগ

  কালিগঞ্জ ( সাতক্ষীরা) অফিসঃ ১৬ এপ্রিল ২০২৩ , ১০:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়াই ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ভুল ঔষধ দেওয়ার অভিযোগ উঠেছে এক ওষুধ দোকানদারের বিরুদ্ধে, থানার দেওয়া অভিযোগ সূত্রে ভুক্তভোগীর বরাত থেকে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগনন্দপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে শাহিনুর আলমের স্ত্রী রাবেয়া খাতুন (২২) পাঁচ মাসের গর্ভবতী নারী। সে গত ১১ ই এপ্রিল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক গ্রাম্য ডাক্তার নীরোধ বর্মনকে দেখিয়ে চিকিৎসা গ্রহণ করে।

চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে ধলবাড়িয়ার অন্তরর্গত সিকান্দার নগর চৌমহোনী নাজমা ফার্মেসিতে যায়, ঔষধ ক্রয় করে নিয়ে রোগীকে সেবন করানো হয় কিন্তু এতে রোগীর শারীরিক অবস্থা উন্নতি না হয়ে অবনতি হয়। রোগীর শারীরিক অবস্থা অবনতি দেখে ওষুধ ও প্রেসক্রিপশন নিয়ে গ্রাম্য চিকিৎসক নীরোধ বর্মনকে দেখালে দোকানদার তাকে ভুল ওষুধ দিয়েছে বলে জানিয়েছেন।

ওষুধ ভিন্ন দেওয়ার কারণে রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কালিগঞ্জ সার্জিকাল ক্লিনিক এ ভর্তি করা হয়। পরবর্তীতে প্রেসক্রিপশন ও ওষুধ নিয়ে নাজমা ফার্মেসির গিয়ে ভুল ওষুধ দেওয়ার কারণ জানতে চাইলে শাহিনুর আলম উপর চড়াও হয়। এই বিষয়ে ঔষধ দোকানদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরও খবর: সারাদেশ