সারাদেশ

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ১০:১০:৩১ প্রিন্ট সংস্করণ

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গায় এনজিও ঋণের দায়ে মহিদুল ইসলাম (৫০) নামে এক দরিদ্র কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সে মৃত্যুবরণ করেন।

নিহত মহিদুল ইসলাম দামুড়হুদায় উপজেলার দর্শনা থানার মেমনগর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মহিদুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। পাওনাদার এনজিওগুলোর প্রতিনিয়ত তাগাদার পর লজ্জা ঘৃণায় শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষপান করে। বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা আছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্ত করা হবে।

আরও খবর: সারাদেশ