সারাদেশ

আমাদের টাকা নেই, ব্যবসা নেই, কোনো চিন্তাও নেই

  গোপালগঞ্জ প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ২:৪৭:১৪ প্রিন্ট সংস্করণ

 

 

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, সাতটি সংগঠন নিয়ে র‌্যাব চলে। আমাদের ওপর যত নিষেধাজ্ঞা (স্যাংশন) আসুক না কেন, কারও রক্তচক্ষুকে ভয় করি না। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে র‌্যাব-৬ আয়োজিত ‘মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুরশীদ হোসেন বলেন, ‘যে কোনো জায়গায় যে কারও গায়ে হাত দেওয়া র‌্যাবের কাছে বিষয় না, এটা প্রমাণিত সত্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। কিন্তু আমরা মাদকের সঙ্গে পারছি না। কারণ সমাজের সব শ্রেণি পেশার মানুষ মাদক সেবনের সঙ্গে কারবার করেন। আমি যে বাহিনীর দায়িত্বে, তাদের অনেকে মাদকে আসক্ত। ইতোমধ্যে অনেককে চাকরিচ্যুত করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমি দায়িত্বে আসার পর বলেছি, নিষেধাজ্ঞা নিয়ে চিন্তার কিছু নেই। নিষেধাজ্ঞা নিয়ে তিনিই ভাববেন, যিনি আমেরিকায় রিয়েল স্টেট ব্যবসা করেন কিংবা টাকা পাচার করেছেন। আমাদের টাকা নেই, ব্যবসা নেই, কোনো চিন্তাও নেই। র‌্যাব ভয় উপেক্ষা করে দেশ ও মানুষের জন্য কাজ করে যাবে।’

সমাবেশে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব-৬-এর নতুন ক্যাম্প উদ্বোধন করেন মহাপরিচালক।

আরও খবর: সারাদেশ