সারাদেশ

আদমদীঘির বহুল আলোচিত প্রিয়াসা হত্যা মামলার মেডিকেল রিপোর্ট এসেছে

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৯:৫২:১০ প্রিন্ট সংস্করণ

মোঃ সামছুল আলম, আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ আদমদীঘির বহুল আলোচিত প্রিয়াসা হত্যা মামলায় প্রিয়াসার ময়না তদন্ত রিপোর্ট পুলিশের হাতে এসে পৌচেছে। রিপোর্ট এ বলা হয়েছে প্রিয়াসা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। থানা সূত্রে জানা গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডাঃ মোঃ মাসুদুর রহমান কর্তৃক এ রিপোর্ট প্রদান করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সারা আহম্মেদ শ্রাবণী ওরফে প্রিয়াসা( ২৩)নওগাঁ মাষ্টার পাড়ার জনৈক জসীম আহম্মেদের মেয়ে। আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আনোয়রুল হক পল্টুর ছেলে নছরুল্লাহ হক ঐক্য গত ১০ এপ্রিল প্রিয়াসাকে বিয়ে করেন। পরে যৌতুকের জন্য চাপ দিতে থাকে এক পর্যায়ে গত ১ অক্টোবর বিকেলে মারপিট করে হত্যা করা হয় মর্মে প্রিয়াসার মা ইয়াসমিন আহমেদ পপি বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় প্রিয়াসার স্বামী , শ্বশুর ও শ্বাশুরিকে আসামী করা হয়। পুলিশ মামলার পর প্রিয়াসার স্বামী ঐক্য(২৭) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। শ্বশুর পল্টু ও শ্বাশুড়ি খন্দকার নিশাত বানু পলাতক থাকে। অপর দিকে ঐক্য’র পারিবারিক সূত্র জানিয়েছিল প্রিয়াসা ফ্যানের সাথে ওড়নার ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।

আরও খবর: সারাদেশ