সারাদেশ

শ্যামনগরে হরিণের মাংসসহ ফাঁদ উদ্ধার, দুই জেলে আটক

  শ্যামনগর অফিসঃ ৩১ মার্চ ২০২৩ , ১১:০০:১৮ প্রিন্ট সংস্করণ

 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতন স্টেশনের সদস্যরা রান্না করা হরিণের মাংস আটক করেছে।

এসময় তল্লাশি করে হরিণের ৪টি পা, ১টি মাথা, ৩টি নৌকা ও ৩শত মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগের কোবাতক স্টেশন অফিসার (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকায় অভিযান চালিয়ে উক্ত মালামাল আটক করে। তবে, অভিযানের খবর পেয়ে ৪জন সুন্দরবনে পালিয়ে যায় এবং ৩০ কেজি হরিণের মাংস নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের কুদ্দুস শেখের ছেলে মঈনুদ্দীন শেখ ও মৃত বেলায়েত গাজীর ছেলে মুজিবর গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী হত্যার দায়ে আটক দুই ব্যক্তিকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর: সারাদেশ