সারাদেশ

৬ জেলের কারাদণ্ড

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ২:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় মানিকগঞ্জের হরিরামপুরে ৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) অভিযান চলাকালে রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন হাসু (২৩), মো. সজিব (২২), সফি (২৮), আল আমিন (৩০), নাইম (২৪) ও শেখ তোরাবালী (২৫)।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ছয়জন জেলেই হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের বাসিন্দা।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৭০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ৬ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর: সারাদেশ