সারাদেশ

৫০ হাজার টাকা জরিমানা

  মোঃ মোঃ রাজিব হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ১ মে ২০২৩ , ৫:২১:২৯ প্রিন্ট সংস্করণ

 

মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ এপ্রিল, ২০২৩ ইং- মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের সুরন্ডি নামক স্থানে লাইসেন্স ব্যতীত এবং ‘প্রিন্স’ নামক গ্লাস মার্কিং পেন্সিল কোম্পানির মোড়ক অবৈধ ভাবে ব্যবহার করে নকল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে এক ব্যক্তিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,

২০১৮ এর ২৭ ধারায় ৫০,০০০/= টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। নকল পণ্যসমূহ ধ্বংস করা হয় এবং উৎপাদনে ব্যবহার উপযোগী উপাদান ও মেশিনারিজ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আসমা উল হুসনা, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ সদর। অভিযানে সহায়তা প্রদান করেন র‍্যাবের একটি টিম। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর: সারাদেশ