সারাদেশ

স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি সড়ক

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ১২:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ খুলনার পাইকগাছার উত্তর দেয়াড়া গ্রামের একমাত্র প্রধান সড়কটি স্বাধীনতার ৫০ বছরেও পাকা বা সংস্কারের উদ্যোগ নেইনি কেউ। প্রায় তিন কিলোমিটার সড়ক পাকা করণের জন্য স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উপজেলার হরিঢালী ইউনিয়নে অবস্থিত দেয়াড়া গ্রাম। যেখানে তিন শতাধিক লোকের বসবাস। উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা পাকা বা প্রতিবছর কম বেশি সংস্কার করা হয়। কিন্তু এ সড়কটির দিকে নজর দেয়নি কেউ। বৃষ্টি হলেই রাস্তায় কাদা আর কাদা। যানবাহন ও লোকজনের চলাচল কঠিন হয়ে পড়ে। অসংখ্য লোকের যাতায়ত এ সড়কে। চলাচল করে বিভিন্ন বাহন। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগের শিকার হয়।

স্থানীয় আলীম বিশ্বাস জানান, সড়কটি অভিভাবকহীন। এ পাকা বা সংস্কারে কারো কোনো মাথাব্যাথা নেই।

হরিঢালী ইউআরএসএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার জানান, বৃষ্টি হলেই এই এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারে না। তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি কয়েকবার অবহিত করছেন বলে জানান।

ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, আমি গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য মাননীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি।

খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, রাস্তাটি দ্রুতই পাকা করণের ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর: সারাদেশ