সারাদেশ

সুন্দরবনে অভিযানে নিষিদ্ধ জাল, নৌকা ও কাঁকড়া সহ জেলে আটক

  শ্যামনগর প্রতিনিধিঃ ২৯ জানুয়ারি ২০২৩ , ৫:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

 

রবিবার (২৯ জানুয়ারী) ভোর ৫টার দিকে বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকি বন অফিসের সদস্যরা নদীতে টহল দেওয়ার সময় নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে ব্যবহার নিষিদ্ধ জাল, মালামাল সহ মাহবুব সরদার নামে এক জেলেকে আটক করে। সে উপজেলার পাতাখালী গ্রামে গফুর সরদারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন নোটাবেকী বনস্টেশন অফিসার (এসও) আক্তার হোসেনে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ওই জেলেকে একটি নৌকা ও লক্ষাধিক টাকার ব্যবহার নিষিদ্ধ ফাঁস জাল সহ আটক করা হয়। আটক জেলেকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর এক অভিযানে একই সদস্যরা ২০ কেজি কাঁকড়া সহ একটি নৌকা আটক করে। তবে অভিযানের খবর টের পেয়ে জেলেরা সুন্দরবনে গহিনে সটকে পড়ায় এঘটনায় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। আটক কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

আরও খবর: সারাদেশ