সারাদেশ

সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২০ জুন ২০২২ , ১২:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

 

মামুন হাচান, খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ

ঢাকায় গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খুলনা ফুলতলা উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে খুলনা জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
২০ জুন সোমবার বিকাল পাচটা ৩০ মিনিটের সময় খুলনার সাংবাদিক সমাজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)পরিবারের এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা অংশ গ্রহণ করেন, মোঃ রেজওয়ান রাজার সঞ্চলনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান , মোহনা টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সিহাব উদ্দিন রুবেল, মোঃ মুজিবুর রহমান, মোঃ আমিনুল ইসলামসহ আরো আনেকে।

এসময় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান। এই সমস্ত হামলা মামলা চলতে থাকলে এই কলম যোদ্ধাদারা একসময় হারিয়ে যাবে।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ( বিএমএসএস ) মহাসচিব সুমন সরদার,জাতীয় দৈনিক ভোরের চেতনার পত্রিকার বিশেষ প্রতিনিধি মামুন হাচান, মোঃ তরিকুল ইসলাম,মোঃ মনির হোসেন, আনোয়ারুর হকে বালু, মোঃ মিজানসহ আরো অনেকে।

আরও খবর: সারাদেশ