সারাদেশ

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটককৃত বন্যপ্রাণী বন অধিদপ্তরের কাছে হস্তান্তর

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৬:৪৩:১৮ প্রিন্ট সংস্করণ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে পাচারকালে টহলদল কর্তৃক বন্যপ্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো সংরক্ষণের নিমিত্তে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হয়। ২৩ অক্টোবর একটি বড় উল্লুক, ১টি ছোট উল্লুক এবং ৭টি কাকাতোয়া পাখি খুলনা বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রানী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রানী বন অধিদপ্তরের নিকট হস্তান্তরের বিষয়টি লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। চোরাচালানীর পাশাপাশি পাচারকৃত বন্যপ্রাণীও উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়।

আরও খবর: সারাদেশ