সারাদেশ

সাতক্ষীরায় পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’ কর্মরত

  সাতক্ষীরা প্রতিনিধিঃ ১৭ জুন ২০২৩ , ২:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় এখন কর্মরত আছেন পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’। নারীর ক্ষমাতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’ তার প্রকৃত উদারণ।

সাতক্ষীরার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’-এর মধ্যে আছেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং সর্বশেষ রবিবার (১৮ জুন) দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন তাসনীম জাহান। তিনি বিসিএস ৩৫ ব্যাচের একজন অফিসার। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

এছাড়া দুইজন পুরুষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানূর রহমান এবং শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন

আরও খবর: সারাদেশ