সারাদেশ

সাতক্ষীরায় জ্যান্ত মাছ গলায় আটকে শিশুর মৃত্যু

  সাতক্ষীরা প্রতিনিধিঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩১:২৬ প্রিন্ট সংস্করণ

 

হাতে জ্যান্ত বাইম মাছ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত চলে যায় মুখের ভেতর। এরপর গলায় আটকে নিশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বাকপ্রতিবন্ধী এক শিশুর (১৩)।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম গোলাম রসুল। সে ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

গোলাম রসুলের মা আশুরা বিবি বলেন, ‘আমার ছেলে ও মেয়ে দুজনই বাকপ্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। এসময় সে বাইন মাছ নিয়ে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ সে গোঙাতে থাকে। কাছে এসে দেখি তার গলায় বাইম মাছ ঢুকে আটকে আছে। অনেক চেষ্টা করেও বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জাহান বলেন, হাসপাতালে আনার পর শিশুটির ইসিজিসহ পরীক্ষা -নিরীক্ষা করে দেখা যায় নিশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

আরও খবর: সারাদেশ