সারাদেশ

সাংবাদিক রুবেল এর হত্যাকারীদের প্রেপ্তার দাবীতে দৌলতপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

  প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ১:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ

 

মোঃ আশিক ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তি দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন দৌলতপুরের স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শনিবার সকাল ১০টায় দৌলতপুর থানার প্রধান ফটকের সামনে দৌলতপুর প্রসক্লাব (ডি.পি.সি)’র আয়োজনে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিক রুবেল এর হত্যাকারীদের প্রেপ্তার দাবীতে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর প্রেসক্লাব ( ডিপিসি)’র সভাপতি আব্দুল আলিম সাচ্চু’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরিফুল ইসলাম,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন, সমকালের প্রতিনিধি আহমেদ রাজু, জনকণ্ঠের প্রতিনিধি সাইদুল আনাম, আল্লাহদরগা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আহসান হাবীব লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা ইয়াসমিন সুরুভী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।

উক্ত কর্মসূচীতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘটনার সপ্তাহ পেরুলেও আসামীদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ প্রকাশ করেছেন। এবিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নেয়ার দাবী জানান।

মানববন্ধন শেষে থানার সামনে থেকে সেন্টার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যমকর্মীরা ও দৌলতপুর প্রসক্লাব (ডিপিসি)’র সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক গণকন্ঠ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মোঃ সম্রাট আলী, দৈনিক আজকের সূত্রপাত দৌলতপুর প্রতিনিধি আশিক ইসলাম, জাতীয় দৈনিক সোনালী খবরের দৌলতপুর প্রতিনিধি আসিফ ইকবাল , জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র দৌলতপুর প্রতিনিধি মিলন হোসেন, জি বাংলা টেলিভিশনের প্রতিনিধি সজল বিশ্বাস, বাংলাদেশ টুডে সম্পাদক সাংবাদিক লেলিন হোসেন, আকরাম হোসেন, আরিফুল ইসলাম, সামীম আশরাফ, মোঃ ইমন হোসেন ,মোঃ চঞ্চল , মিল্টন আহাম্মেদ,ইমাম গাজ্জালী, আসরাফ জয়, সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ রা।

উল্লেখ,গত ৩জুলাই কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় হাসিবুর রহমান রুবেলের ব্যক্তিগত অফিস থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে
রুবেলের মরদেহ উদ্ধার করা হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার
গড়াই নদীতে থেকে।

আরও খবর: সারাদেশ