সারাদেশ

সড়ক দুঘর্টনায় নৌবাহিনী কর্মকর্তা নিহত

  নীলাকাশ টুডে ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

 

 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এম আব্দুল আলিম (৫৩) নামের নৌবাহিনীর এক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া এলাকার মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে। তিনি নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে পটুয়াখালীর শেরেবাংলা নৌঘাটিতে কর্মরত ছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে বরিশালগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মসজিদের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন চালক। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় একটানা মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

আরও খবর: সারাদেশ