সারাদেশ

শ্যামনগর সুন্দরবনে ৪ জেলে আটক, ২লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৩:২৭:১৫ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ বনবিভাগ পশ্চিম সুন্দরবনের গহিনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা গোপন সংবাদ পেয়ে সুন্দরবনে হানিফেরট্যাক নামক খালে মাছ ধরার সময় জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৪টি নৌকা, জাল, ড্রাম ও বৈঠা সহ আহরনকৃত ৪০ কেজি মাছ জব্দ করে বনকর্মীরা।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ইনতাজ সরদারের ছেলে নুরুল হক সরদার, নুরুল হক সরদারের ছেলে রবিউল ইসলাম এবং নুর ইসলাম গাজীর দুই ছেলে আমিনুর রহমান ও ফরহাদ হোসেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে সংরক্ষিত এলাকায় জেলেদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওই জেলেরা গোপনে সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করে মাছ ধরার সময় জানতে পেরে আটক করা হয়। আটক জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

আরও খবর: সারাদেশ