সারাদেশ

শ্যামনগরে সাব রেজিস্ট্রার ও এসিল্যান্ডসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  সাতক্ষীরা প্রতিনিধিঃ ৩০ জানুয়ারি ২০২৩ , ৪:২৮:১০ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগরে সাব রেজিস্ট্রার ও এসিল্যান্ডসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্নীতির মাধ্যমে জমির রেকর্ড ও দলিলবিহীন জমি রেজিস্ট্রিারের পাঁয়তারার অভিযোগে শ্যামনগরের সাব রেজিস্টার ও এসিল্যান্ডসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার মইনুল হক ও হেড ক্লেয়ার ভীম চন্দ্র মন্ডল সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, ভুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আল মামুন। কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের ছেলে কাজী ইসলাম ও ভুরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শুকুর আলী সরদার।

মামলাটি দায়ের করেছেন মৌতলা ইউনিয়নের মৃত কাজী আহসানুল হকের ছেলে কাজী আবু সাঈদ সোহেল। রোববার ২৯ জানুয়ারি সাতক্ষীরা স্পেশাল আদালতের বিচারক মামলাটি দুদকের তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয়ে উক্ত মামলাটি দায়ের করা হয়েছে। এই বিষয়ে সাতক্ষীরার স্থানীয় একটি পত্রিকায় আজ সোমবার সংবাদ প্রকাশ হলে উপজেলা জুড়ে আলোচনার ঝড় উঠে।

আরও খবর: সারাদেশ