সারাদেশ

শ্যামনগরে বিদেশী মদসহ দুই বোন আটক

  প্রতিনিধি ৮ জুলাই ২০২২ , ৩:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

 

নীলাকাশ টুডেঃ সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে বিলাতী মদ ও গাজাসহ দুই বোনকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভারত সীমান্তবর্তী পশ্চিম কৈখালী গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের স্বীকারোক্তি মতে ঘরের ভিতরে খাটের নিচে বিশেষ ভাবে লুকানো অবস্থায় চার বোতল বিলাতী মদ ও ১ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটককৃত দুই বোন হলেন, পশ্চিম কৈখালী গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী আসমা পারভীন ও তার বোন কামাল গাজীর স্ত্রী আরিফা খাতুন। তারা দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত জানা গেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদার জানান, ভারত থেকে মাদকদ্রব্য পাচার করে বিক্রির খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে মদ ও গাজা সহ দুই বোনকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে দুই বোনকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর: সারাদেশ