সারাদেশ

শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হলো

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৩:২৬:৩২ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরা অফিসঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ চারজন অভিভাবক ও তিন জন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃতের স্ত্রী শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের নুরুন্নাহার বাদি হয়ে বুধবার রাতে আত্মহত্যার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আলী মোর্তুজা, একই গ্রামের মোস্তফা আলী গাজীর স্ত্রী অভিভাবক সদস্য মারুফা খাতুন, পশ্চিম কৈখালি গ্রামের জমির গাজীর ছেলে অভিভাবক সদস্য জাকির গাজী, সাহেবখালি গ্রামের শেখ নওশের আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, একই গ্রামের বাহার আলী গাজীর ছেলে সমাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান ও বৈশখালি গ্রামের মতিউল্লাহ সরদারের ছেলে শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল মজিদ।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ সাতজনের নাম উলে­খ করে মৃতের স্ত্রী নুরুন্নাহার বাদি হয়ে বুধবার রাতে পেনাল কোডের ৩০৬ ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর: সারাদেশ