সারাদেশ

শ্যামনগরে দুই সন্তানসহ স্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলো মাদ্রাসা শিক্ষক!

  ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৩ , ১১:১৪:৪৫ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার শ্যামনগরে দুই সন্তানসহ স্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে মুফতি আবু সাঈদ। মুফতি আবু সাঈদ ঈশ্বরীপুর ইউনিয়নের শাহী মসজিদ মাদ্রাসার শিক্ষক ও বাদাঘাটা গ্রামের আমেনা জমির মহিলা মাদ্রাসার শিক্ষকসহ বাদঘাটা আবু রামিয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার স্ত্রী তাসনীম অভিযোগ করে বলেন, আমার স্বামী মুফতি আবু সাঈদ দীর্ঘদিন ধরে আমেনা জমির মহিলা মাদ্রাসার শিক্ষক নিয়োগে দূর্নীতিসহ মহিলা শিক্ষকদের যৌন হয়রানি করলেও তিনি প্রভাবশালী হওয়ায় এবং লোক লজ্জার ভয়ে তার বিরুদ্ধে কেও মুখ খুলতেন না। ভুক্তভোগী তাসনীমের অভিযোগ আমার স্বামীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠার পরে যখন আমি তার অপকর্মের প্রতিবাদ করি তখন সে সুযোগ বুঝে আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে দুই সন্তানসহ পিতার বাড়ি উপজেলার নকিপুর গ্রামের অবস্থান করছেন ওই গৃহবধূ।

তাসনীম আরও অভিযোগ করে বলেন, যৌতুক লোভি মুফতি আবু সাঈদ আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। স্ত্রী তাসনীম অভিযোগ করে বলেন, যদি আমি আমার স্বামী আবু সাঈদ এর বিরুদ্ধে আদালত বা আইনের আশ্রয় নেয়, তাহলে তিনি আমাকে মেরে ফেলবে বলে বিভিন্ন ভাবে প্রচার করে বেড়াচ্ছে। সব মিলিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে মুফতি আবু সাঈদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিঃদ্রঃ এই প্রতিবেদককে একদিন পরে মুফতি আবু সাঈদ ফোন দিলে তার কাছে বক্তব্য চাইলে তিনি এই বিষয়ে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন।

আরও খবর: সারাদেশ