সারাদেশ

শ্যামনগরে জাল টাকাসহ জামাই শ্বশুর গ্রেপ্তার

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ১২:২৩:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জালটাকাসহ মনসুর আলী (৫৭) ও মিজানুর রহমান (৩১) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার শ্রীফলকাঠি গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সম্পর্কে জামাই ও শ্বশুর এ দু’জন যথাক্রমে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের ইমাম হোসেন এবং কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে বলে জানা গেছে।

শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গ্রেপ্তারকৃতরা ভেড়া ক্রয়ের জন্য রবিউল ইসলামের বাড়িতে যায়। এসময় দু’টি ভেড়ার মুল্য বাবদ আট হাজার টাকা পরিশোধের পর ঐ টাকা নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। এসময় প্রতিবেশীকে ডেকে নিয়ে দেখালে তিনি জাল টাকার বিষয়ে নিশ্চিত হলে শ্যামনগর থানা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে দু’টি এক হাজার ও চারটি পাঁচশ টাকা জাল নোটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, জব্দকৃত টাকাসহ গ্রেপ্তারকৃতদের নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও খবর: সারাদেশ