সারাদেশ

শ্যামনগরে এই সেতুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায়

  আটুলিয়া, শ্যামনগর, সংবাদদাতা ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৪:০৯ প্রিন্ট সংস্করণ

 

 

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী মহিলা মাদ্রাসা সংলগ্ন সেতুটি গত কয়েক বছর আগে ভেঙে পড়ায় আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী এলাকা খালের দুই পাড়ের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রিজটি গত কয়েক বছর এমতাবস্থায় পড়ে রয়েছে, ঝুঁকি নিয়ে সেতুটি উপর দিয়ে মোটরসাইকেল ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচল করত। কিন্তু দুঃখের বিষয় সেতুটি দেখভাল করার মতো কোনো জনপ্রতিনিধি পাশে নেই এমনটা বলছেন স্থানীয়রা।

ব্রিজটি ভেঙে পড়ায় পশ্চিম বিড়ালক্ষ্মী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ২থেকে ৩কিলোমিটার ঘুরেঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে কোনো আশ্বাস দেন নাই এমনটা বলছেন এলাকাবাসী। সেতুসংলগ্ন পশ্চিম বিড়ালক্ষী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের সুবিধার্থে সেতুটি খুবই দ্রুত ঠিক করে পুনরায় জনদুর্ভোগ কমানো হোক এমনটা প্রত্যাশা করেন এলাকার জনসাধারণ।

আরও খবর: সারাদেশ