সারাদেশ

শ্যামনগরে ইউপি চেয়ারম্যান অসীম মৃধাসহ সহযোগীদের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ, সংঘর্ষে আহত-৩

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৬:১৩:১৬ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর অফিসঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে মৎস্যঘের লুটপাট এবং জবর দখলের গুরত্ব অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি নামক স্থানে আব্দুল খালেক মোল্যার ভোগদখলীয় মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ ব্যক্তি গুরত্বর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- চুনকুড়ি গ্রামের মৃত মঙ্গল মোল্যার পুত্র আঃ খালেক মোল্যা, আঃ খালেক মোল্যার পুত্র মনিরুল ইসলাম ও কন্যা মাসুমা খাতুন। তবে অযুক্তিযুক্ত ইউপি চেয়ারম্যান অসিম মৃধার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর: সারাদেশ