সারাদেশ

শ্যামনগরে অবৈধ দখলে থাকা ৫০ দোকান ঘর উচ্ছেদ

  প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ১:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আক্তার হোসেনের নেতৃত্বে খোলপেটুয়া নদীর ধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা হতে চার ঘন্টা ব্যাপি উচ্ছেদ কার্যক্রম চলে। এ সময়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: জাকির হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

উপ-বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে বার বার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যায় নি।

অবশেষে যথাযথ আইনের প্রক্রিয়ায় ওই ব্যবসায়ীদের অবৈধ দখলকৃত সকল দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ডের অবৈধভাবে দখলকৃত সকল জায়গা অবমুক্ত করা হবে তিনি জানান।

আরও খবর: সারাদেশ