সারাদেশ

শরুব ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  শ্যামনগর প্রতিনিধিঃ ৮ জুলাই ২০২৩ , ১০:৫৯:৫৩ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ জুলাই) বেলা ১১ টায় শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে অবস্থিত শরুব ইয়ুথ টিমের নিজস্ব কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে শরুব এর প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আছিয়া আক্তার (স্বপ্না), এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রাসনো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন (প্রস্তাবিত পৌরসভা) পরিষদের সদস্য এস.কে সিরাজ, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, শ্যামনগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. সাইফুদ্দিন সিদ্দিক, ডক্টর’স এ্যাসিসট্যান্ট সাদিয়া পারভীন প্রমুখ।

সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না, তাদের জন্য দোরগোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় অত্র এলাকাবাসী শরুব ইয়ুথ টিম ও ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও খবর: সারাদেশ