সারাদেশ

রাতে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা পড়লেন মেয়রপ্রার্থীর সমর্থক

  কক্সবাজার প্রতিনিধিঃ ১২ জুন ২০২৩ , ১:৩৯:২১ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজার পৌর নির্বাচনে রাতে টাকা বিতরণের সময় মোহাম্মদ ইসমাইল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বাসিন্দা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণ কথা স্বীকার করেছেন তিনি। তবে ইসমাইলের দাবি— তিনি ভোট কিনতে নয় কর্মীদের টাকা দিতে এসেছিলেন।

মোহাম্মদ ইসলমাইলের আটক ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নারকেল গাছ প্রতীকের সমর্থকরা ভোটারদের টাকা বিতরণ করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একজনকে আটক করি। তখন ঐ ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর সঙ্গে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর: সারাদেশ