জাতীয়

রাজধানীতে জুতার কারখানায় আগুন

  প্রতিনিধি ৬ জুন ২০২২ , ৫:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাড়ে ১০টার পর নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে এলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এ পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

আবাসিক এলাকায় জুতার কারখানা কীভাবে রয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের কারণে আশপাশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যেহেতু চামড়া জাতীয় পণ্য পুড়ছে, সে কারণে ধোঁয়ার কালো কুণ্ডলি দেখা যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আরও খবর: জাতীয়