সারাদেশ

রতনপুরের ৬ নং ওয়ার্ডের এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের পাশে ইউপি সদস্য সুপেন্দ্র নাথ মন্ডল!

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৪ , ৩:৪১:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাটুয়ারবেড় ও দত্তনগর সহ অত্র ওয়ার্ডে প্রতিদিন সকাল থেকে রাত অবদি পর্যন্ত সাধারণ মানুষের পাশে গিয়ে সরকারের সকল সুযোগ সুবিধাগুলো নিজ উদ্যোগে জনগণের মাঝে পৌছে দিয়ে যাচ্ছেন ইউপি সদস্য সুপেন্দ্র নাথ মন্ডল। তিনি একাধরে দুইবার ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচি হন। মজার বিষয় হচ্ছে এবারের নির্বাচনে তিনি মাঠে ঘুরেন নি! এর কারন হিসেবে তিনি বলেছিলেন বিগত সময় জনগণের উন্নয়ন সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি আমাকে নির্বাচনে সময়ে এলাকায় ঘোরাঘুরি করা লাগে তাহলে এই নির্বাচন করে কি লাভ? তার ভাষায় তিনি সেবামূলক কাজ করার উদ্দেশ্যে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে দাড়ান। তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চেয়েও বেশি কাজ করেছেন বলে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা গেছে। স্থানীয় অজেত আলি গাজী নামে একজন বলেছেন, দীর্ঘদিন আমরা স্বামী স্ত্রী অসুস্থ হয়ে পড়ে রয়েছি। আমাদের এলাকার মেম্বার সুপেন্দ্র নাথ মন্ডল আমাদের বাড়ি এসে আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেছে। হামিদ নামে একজন বলেন, আমাকে রেশন কার্ড করেদিয়েছে সুপেন মেম্বার। শহিদুল ও শফি মল্লিক, শরিফুল ইসলাম, আলোমসহ আরও অনেকের সাথে কথা হলে তারা বলেন, সুপেন মেম্বার প্রতিবন্ধী কার্ড, রেশন কার্ড, শিশু কার্ড, মাতৃ কালিন কার্ড, টিসিবি কার্ড, সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেন। তাদের বক্তব্য হচ্ছে এর আগে কোন মেম্বার খোঁজ খবর নেয়নি।

 

দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে এলাকায় আড়োলন সৃষ্টি করেছেন। তিনি প্রতিটি পরিবারে গিয়ে পরিস্কার পরিছন্ন করে রাখতে সচেতন মুলক কাজ করে যান। এই বিষয়ে রতনপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য সুপেন্দ্র নাথ মন্ডল নীলাকাশ টুডে কে বলেছেন, আমি সৃষ্টি কর্তার সন্তোষটির জন্যে কাজ করে যেতে চায়। কে ভালো বললো বা মন্দ বললো এতে আমার যায় আসে না। তবে আমি ভুলের উর্ধে নয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্যে ইটের রাস্তা, সুপিয় পানির সমস্যা সমাধান, শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্যে বিভিন্ন যে সুযোগ সুবিধা আসে সেগুলো নিজ উদ্যোগে প্রত্যেকের দোরগোড়ায় পৌছে দিয়ে থাকি। আমার স্বপ্ন সাধরন মানুষের পাশে থেকে সেবা করে যাওয়া।

আরও খবর: সারাদেশ