সারাদেশ

বেনাপোল সীমান্তে ১৮ পিস স্বর্ণের বার সহ দুই পাচারকারি আটক

  আঃ জলিল, স্টাফ রিপোর্টারঃ ১ আগস্ট ২০২৩ , ৮:০৬:২৫ প্রিন্ট সংস্করণ

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি তিন শত গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার সহ দুইজন পাচারকারি কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (ইং৩১ জুলাই) বিকালে দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের পায়ের এঙ্গলেট ও জুতার সোলের মধ্যে লুকানো ওই স্বর্ণেরবার সহ আটক করা হয়।

আটকৃত আসামিরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকার রবিউলের ছেলে মিলন হোসেন ও একই থানার বোয়ালিয়া এলাকার মিকাইলের ছেলে শাহাজামান।

২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণ পাচারের গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
আটকৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও খবর: সারাদেশ