সারাদেশ

বরখাস্ত হলেন কালিগঞ্জ সমাজসেবা কর্মকর্তা ও অফিসের ৫ জন কর্মচারী

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ৩:০৬:৩৭ প্রিন্ট সংস্করণ

 

হাফিজুর রহমান শিমুলঃ বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জঃ

বরখাস্ত হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ ও তার অফিসের ৫ জন কর্মচারীর বিরুদ্ধে ভুক্তভোগী হতদরিদ্রদের অভিযোগ প্রমানীত সাময়িক বরখাস্ত ৬ জন।

সমাজসেবা অদিদপ্তরের প্রেরীত প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জে সমাজসেবা অফিসের এম.আই.এস এ রক্ষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন অসহায় হতদরিদ্র ৩৫০০ ভাতা ভোগীর ভাতার টাকা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করে অন্য মোবাইল নম্বরে প্রেরণ করায় ,গত বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিগঞ্জের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সাময়িকভাবে বরখাস্ত হন।সমাজসেবা অফিসের আইডি পাসওয়ার্ড সমাজসেবা কর্মকর্তার নিজ দায়িত্বে থাকার কথা থাকলেও সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন তার অফিসের সকল স্টাফের সাথে শেয়ার করেছেন।

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অধিদপ্তরের উপ পরিচালককে প্রধান করে ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি গত ২ নভেম্বর কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ও পরের পৃথক প্রজ্ঞাপনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তারই অফিসের পাঁচজন কর্মচারীকে। মঙ্গলবার ( ৮ নভেম্বর) সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ মোঃ নুরুল বাসির স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন কালিগঞ্জ সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ মকবুল হোসেন, অফিস সহায়ক নুরুজ্জামান হোসাইন, ইউনিয়ন সমাজকর্মী তানজিরা খাঁন, ইউনিয়ন সমাজকর্মী শেখ আব্দুস সালাম ও ইউনিয়ন সমাজকর্মী জ্যেৎস্না ইয়াসমীন।

আরও খবর: সারাদেশ