সারাদেশ

বজ্রপাতে ৩ জন কৃষকসহ নিহত ৪

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২২ , ৭:২৯:১৬ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলে ও জমি চাষ করার সময় বজ্রপাতে কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ঠাকুরভোগ গ্রামে ও ছাতক উপজেলার বোবরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তেরা মিয়া (২৪) শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে এবং জঈন উদ্দিন (৩৫) ছাতক উপজেলার বোবরাপুর গ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে নৌকা নিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান তেরা মিয়া। এ সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে নৌকা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির কাছাকাছি গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় গাছের ওপর বজ্র পড়লে তেরা মিয়া আহত হন। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করেন। একই সময় ছাতক উপজেলার জঈন উদ্দিন জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

ঠাকুরভোগ গ্রামের আনোয়ার হোসেন বলেন, তেরা মিয়া অত্যন্ত গরিব পরিবারের ছেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। না হলে উপোস থাকতে হয়। এ ঘটনায় পরিবারটি পথে বসে গেল।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বজ্রপাতে একজন তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ আছে।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হচ্ছেন গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের কৃষক আকরাম সরকার (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)।

 

অন্যদিকে আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন। তিনি জানান, দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাতে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর: সারাদেশ