সারাদেশ

নেংগী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৩:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জ অফিসঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২) সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোট গ্রহন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে জবেদ আলী মেম্বার ৮১ ভোট ও ইউনুচ শেখ ৮১ ভোট পায়। পরে লটারির মাধ্যমে জবেদ আলী প্রথম হন ও ইউনুচ শেখ দ্বিতীয় হন। নজরুল সরদার ৭৬ ভোট পেয়ে তৃতীয় ও বিনয় কৃষ্ণ পালিত ৭৫ ভোট পেয়ে চতুর্থ হয়ে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন প্যানেল জয়লাভ করেন।

অপর দিকে আলমগীর হোসেন ৫৩ টি, গোলাম বারী শেখ ৫৪ টি, মোবারক হোসেন ৫৩ টি, শফিকুল ইসলাম ৪৮ টি ভোট পেয়েছে। উল্লেখ্য, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ২২৭, পোল হয়েছে ১৮১ ভোট, নষ্ট হয়েছে ৫০ ভোট। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন- কালিগঞ্জ উপজেলার সহকারী প্রোগ্রামার নাসিম সাহাদাত, সহকারী প্রিজাইডিং আব্দুল্লাহ আল জাবেদ, পোলিং দেবপ্রসাদ বিশ্বাস।

আরও খবর: সারাদেশ