সারাদেশ

নীলাকাশ টুডে এর সম্পাদকের নামে ব্যাংক এ্যাকাউন্ট খুলনায়, জানেন না তিনি!

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২২ , ৯:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

 

ডেস্ক রিপোর্টঃ সাউথ বাংলা এগ্রিকালচারাল এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর খুলনার লবনচরা শাখায় সাতক্ষীরার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নীলাকাশ টুডে এর সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার শ্যামনগর বিউরো প্রধান মোঃ নুরুজ্জামান এর নামে একটি ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত ব্যাংক এ্যাকাউন্ট গত ৫ বছর আগে খোলা ছিলো। জানা গেছে, গত ১২ জুলাই মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার নুরনগর পোস্ট অফিসের পিয়নের মাধ্যমে ডাক যোগে ডাক টিকিট যুক্ত একটি চিঠি পাঠানো হয় মোঃ নুরুজ্জামানের নিজস্ব ঠিকানায়। উক্ত চিঠি গ্রহণ করার পরে তিনি ভিতর দেখতে পান সাউথ বাংলা এগ্রিকালচারাল এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর খুলনার লবনচরা শাখায় এ্যাকাউন্ট যার নং ০০৫৯১২০০০৭১৫৩।

সেখানে আব্দুর রশিদ গাজী নামে আরও এক জনের নাম মোঃ নুরুজ্জামান ডান পাশে দেওয়া আছে। এটা যৌথ ব্যাংক এ্যাকাউন্ট বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে নীলাকাশ টুডে এর সম্পাদক মোঃ নুরুজ্জামান গণমাধ্যামকে বলেন, ডাচ বাংলা ব্যাংকের একটি এ্যাকাউন্ট ছাড়া আমার নামে আর কোন ব্যাংকে এ্যাকাউন্ট নেই। বিশেষ করে আমি খুলনার লবনচরা এলাকায় কখনো যায়নি। কিন্তু আমার নামে ওই এলাকায় এ্যাকাউন্ট খোলায় আমি উদ্বিগ্ন। এই এ্যাকাউন্ট খোলার পিছনে অন্য কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে উক্ত চিঠিতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে একজন বলেছেন, এই এ্যাকাউন্ট মোঃ নুরুজ্জামানের আইডি কার্ড দিয়ে যৌথ নামে খোলা হয়েছে।

আরও খবর: সারাদেশ