সারাদেশ

নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক নিহত, স্বতন্ত্র প্রার্থী আটক

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৭:২৮:৩৩ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক আমির হোসেন মৃধা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর রাত ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিনকে তাঁতেরকাঠির বাসভবন থেকে আটক করে বাউফল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিকেলে নৌকা প্রতীকের সমর্থকরা একটি মোটরসাইকেল বহর বের করেন।

বহরটি নাজিরপুর বাংলা বাজার থেকে তাঁতেরকাঠি ব্রিজের কাছে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিনের সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আমির হোসেন মৃধাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন বলেন, ‘মারামারির ঘটনায় নিহত আমির হোসেন এর পুত্র সোহেলের দায়ের করা মামলায় এস এম মহসিনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। ‘

উল্লখ্য, এ বছরের ১৯ ফেব্রুয়ারি নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন হৃদরাগে আক্রান্ত
হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এ শূণ্যপদ আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর: সারাদেশ