সারাদেশ

নানা বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২২ , ২:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাছসিনা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ অক্টবার ) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাছফিয়া সাতক্ষীরা সদর উপজেলার মকন্দপুর গ্রামের নাজমুল সরদারের মেয়ে।

শিশুর নানা আব্দুল মান্নান জানান, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে গত তিন দিন হলো মেয়ে ও নাতনি আমাদের বাড়িতে এসেছে। দুপুরে বাড়ির পাশে পুকুর ঘাটে সবাই গোসল করতে গেলে নাতনিকে প্রথমে গোসল করিয়ে সিঁড়ির পাশে বসিয়ে রেখে অন্য সকলে গোসল করতে নামে। পরে নাতনিকে সিঁড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, শিশু তাছফিয়াকে বাবার বাড়ির মকন্দপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ জানান, অসাবধানতার কারণে পুকুরের পানিতে ডুবে তাছসিনের মতো শিশুকে অকালে ঝরে যেতে হলো এ থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আর যেন এমন ঘটনা না ঘটে সে জন্য শিশুদের বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

আরও খবর: সারাদেশ