সারাদেশ

ডিসি বাংলোর ফাঁকা জায়গায় সাতক্ষীরার ডিসির সবজি চাষ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ৭:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরা অফিসঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “এক ইঞ্চি জমি যেনো অনাবাদি না থাকে” বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারি বাসভবনের কিছু ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “যার যতটুকু সামর্থ্য আছে, জমি আছে, সবাই সেখানে কিছু না কিছু উৎপাদন করুন। প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিকে আবাদি জমির আওতায় আনার জন্য সাতক্ষীরা জেলাবাসীকে উদ্বুদ্ধ করতে কাজ করছে জেলা প্রশাসন। সবার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি জনগণের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। আমরা এ দেশের মানুষ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ দেশ অবশ্যই এগিয়ে যাবে। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”

আরও খবর: সারাদেশ