সারাদেশ

ট্রাক চালক গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ২:৪০:২৯ প্রিন্ট সংস্করণ

 

 

নীলাকাশ টুডেঃ রাজশাহীর পবার ডাঙ্গেরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যুর ঘটনার পলাতক ট্রাক চালক সিরাজুল ইসলাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে। তিনি নগরীর চন্দ্রিমা থানার ছোটবন গ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

 

তিনি জানান, গত ১০ জানুয়ারি বিকেলে ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব, শাহীন ও সোহাগ নামের তিন মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ওইসময় চালক রড ভর্তি ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ রড ভর্তি ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই বাদী হয়ে ট্রাকের চালক সিরাজুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। তাকে বালিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আরও খবর: সারাদেশ