আন্তর্জাতিক

ট্যাংকসহ ১৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪০:৩৯ প্রিন্ট সংস্করণ

 

রাশিয়ার আগ্রাসনের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তাকে আব্রাম ট্যাংকসহ ১৩ কোটি ডলারের বিভিন্ন ধরনের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফরকালে জেলেনস্কি এ ঘোষণা দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির এবারের সফর আশানুরূপ হয়নি। এ সফরে তিনি মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের বাধার মুখে পড়েছেন। তারা দেশটিকে খুব একটা সামরিক সহায়তা দিতে চায়নি। অন্যদিকে শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার এ সফর নিয়ে হোয়াইট হাউস ক্যাবিনেটে মন্তব্যের সময় তিনি এবারের সফরকে কার্যকর ও শক্তিশালী বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি ক্যাবিনেটে একটি কৃতজ্ঞতার নোট দেন।

জেলেনস্কি বলেন, ২০২২ সাল থেকে টানা ৫৭৫ দিনের এ রুশ আগ্রাসনে পাশে থাকার জন্য ধন্যবাদ। এই দিনে পাশে দাঁড়ানোর জন্য সব আমেরিকানদের ধন্যবাদ জানান তিনি। সফরে তিনি ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার বিষয়টিও উল্লেখ করেন।

ইউক্রেনকে ট্যাংকসহ ১৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
শিগগিরই অত্যাধুনিক মার্কিন ট্যাংক পাচ্ছে ইউক্রেন
তিনি বলেন, এটি বর্তমানে আমাদের সেনাদের জন্য খুব প্রয়োজন ছিল। এ সহায়তাকে তিনি খুব শক্তিশালী প্যাকেজ হিসেবে উল্লেখ করেন।

এবারের সফরে ১৩ কোটি ডলারের যে অর্থ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মেধ্যে অন্যতম হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ। তবে সফরের আগে বারবার দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র চেয়ে অনুরোধ করেছে কিয়েভ। কিন্তু এতে সাড়া দেয়নি ওয়াশিংটন।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক এম-১ আব্রাম ট্যাংক দেওয়া শুরু করা হবে। ইউক্রেনের এ ট্যাংকটি বহুল প্রত্যাশিত ছিল। এ সিরিজের ট্যাংক ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ দিয়ে সজ্জিত। ফলে এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

আরও খবর: আন্তর্জাতিক