সারাদেশ

টুংঙ্গীপাড়ায় ডায়গনস্টিকে ভ্রাম্যমান আদালত জরিমানাসহ দোকান বন্ধ

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ২:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ

 

লুৎফর সিকদার – সিনিয়র জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন কারণে তিন ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।
গোপালগঞ্জের সিভিল সার্জন ড. জিল্লুর রহমান বলেন, দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন কারণে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষ অস্বাস্থ্যকর থাকায় ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারে রোগী পরীক্ষা-নিরীক্ষার রেজিস্ট্রার না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকালে র‌্যাব -৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. এসএম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরও খবর: সারাদেশ