সারাদেশ

ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ১০:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

 

আব্দুর রহিম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুন) সকালে একাধিক গ্রুপ ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গত রাতে চৌরাস্তা মোড়ে হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টো আহত হয়। ভাঙচুর করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়ি-ঘর।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম ও আওয়ামী লীগ সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর কর্মী-সমর্থকদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবর: সারাদেশ