সারাদেশ

ঝিকরগাছায় ব্যাংকের টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে পিস্তল সহ ৩ ছিনতাইকারি আটক

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ১১:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

 

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–

যশোরের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন পার বাজার শাহজাহান আলীর ‘‘স’’ মিলের সমনে ব্যাংকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী পিস্তল সহ ৩ ছিনতাইকারি আটক হয়েছে।

বেলা ১১টার দিকে যশোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব -৬) এর সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতের সময়ে অভিযান চালিয়ে হাতেনাতে বিদেশি পিস্তল সহ এ ছিনতাইকারী দলের সদস্যদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান @ শাওন (২৯), যশোর জেলার চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন (২২)ও জেলার ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন (৩২)। এ সময়ে র‍্যাবের সদস্যরা তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড এ্যামুনেশন
সহ হাতে নাতে আটক করেন। তবে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে ফাহিম (২৪) নামে এক ডাকাত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ফাহিম জেলার ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বিষটি নিশ্চিত করেছেন যশোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব -৬) এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, রোববার সকাল সাড়ে দশটার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল সশস্ত্র ছিনতাইকারী দল এক ব্যবসায়ির টাকা ছিনতাইয়ের জন্য ঝিকরগাছা পার বাজার এলাকায় অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে বেলা ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড এ্যামুনেশনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ফাইম নামে এক ছিনতাইকারীর সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।পলাতক ফাহিমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

আরও খবর: সারাদেশ