সারাদেশ

ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়িচাপায় নিহত মানিকগঞ্জের তাজুল

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৩:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

 

মোঃ রাজিব হোসেন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ

রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবায়েত জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের সঙ্গে দেখা করতে মানিকগঞ্জ সদরের পৌর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাসসহ পাঁচজন মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আরশেদ আলী, তাজুল ও অন্য রাজনৈতিক সহযোগীরা। গাড়িটি আসাদগেটে আড়ংয়ের সামনে সিগনালে দাঁড়ালে গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী কাউন্সিলর আরশেদের মুঠোফোন ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় তাঁর ভাগনে তাজুল ইসলাম, মালেক ও গাড়িচালক ঝন্টু গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন।

এসময় ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করলে রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ-পুলিশ কমিশনার রুবায়েত জামান বলেন, ‘আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোহাম্মদপুর থানার আসাদগেটে আড়ংয়ের সামনে থেকে তাঁর মোবাইল ফোন ছোঁ দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ সময় তিনি ধাওয়া দিলে গাড়িচাপায় গুরুতর আহত হন। পরে মারা যান।’

তিনি আরও বলেন, ‘এ বিষয় আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, দুর্ঘটনার স্থানটি শেরেবাংলা নগরে পড়ার কারণে দুর্ঘটনার মামলা এ থানায় নেওয়া হয়েছে। তাজুলকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে

আরও খবর: সারাদেশ