সারাদেশ

ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন নারী বক্সার

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৩:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ গাজীপুরের টঙ্গীতে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছেন এক নারী বক্সার। তার নাম লাবনী আক্তার। সোমবার বিকালে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনতাইকারী কালু (১৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আজমতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন নারী বক্সার লাবনী আক্তার। ট্রেনটি টঙ্গী স্টেশনে থামলে এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে পালাতে চেষ্টা করে। এ সময় ওই নারী ট্রেন থেকে নেমে দৌড়ে গিয়ে ওই কিশোরকে মোবাইলসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাবনী আক্তার ময়মনসিংহ জেলা সদরের খাইরুল ইসলামের মেয়ে। লাবনী বলেন, আমি কিক বক্সিং খেলোয়াড়। ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় কিক বক্সিং ফেডারেশনে যাচ্ছিলাম। ট্রেনটি টঙ্গী রেলস্টেশন এলাকায় পৌঁছলে এক ছিনতাইকারী ফোন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে দৌড় দেয়। পরে আমি তাকে ট্রেন থেকে নেমে দৌড়ে গিয়ে ধরে (আটক) পুলিশে দেই। সবাই যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে আসে তাহলে ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে আসবে।

আরও খবর: সারাদেশ