সারাদেশ

চট্টগ্রামে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ৩:০০:০৭ প্রিন্ট সংস্করণ

নীলাকাশ টুডেঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮ আগস্ট রবিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে এক বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম। কর্মশালা সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১০ শ্রেণির ছাত্রী আফরিন হেলেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, জমিলা আখতার, শাহিনুর আক্তার,

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হায়াত মাহমুদ খান প্রমুখ।উক্ত কর্মশালায় ২৪জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এসএমসির সদস্য অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়কে নিয়ে কী স্বপ্ন দেখেন, ৫ বছর পরে তারা শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়কে কেমন দেখতে চান এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি কর্মপরিকল্পনা তৈরি করেন।

আরও খবর: সারাদেশ