সারাদেশ

গোপালগঞ্জে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদর রেলগাড়ির টিকিটের চরম ভোগান্তি

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:২৬:১৭ প্রিন্ট সংস্করণ

 

লুৎফর সিকদার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

আগামী মার্চ মাসের ৪/৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাজশাহীতে যে সকল ছাত্র-ছাত্রী গোপালগঞ্জ থেকে রাজশাহীতে ভর্তি পরীক্ষা দিতে যাইবে এদের বড় ভোগান্তির ভিতরে আছে। গোপালগঞ্জ রেলওয়ে টিকিট মাস্টার জানান তাদের মাত্র বিশ টা সিটের ব্যবস্থা আছে কিন্তূ ছাত্র-ছাত্রী প্রায় ১০০০ এর বেশি যাইবে। গোপালগঞ্জের রেলকর্তৃপক্ষ কথা হচ্ছে গোপালগঞ্জের পৌর মেয়র গোপালগঞ্জের আওয়ামী লীগের সকল নেতা যদি রেলমন্ত্রীকে সুপারিশ করে বগীর ব্যবস্থা করে তাহলে গোপালগঞ্জের সকল ছাত্র-ছাত্রী সুন্দরভাবে রাজশাহীতে ভর্তি পরীক্ষা দিতে যাইতে পারবে। তা না হইলে তো ছাএ ছাত্রীর ভোগান্তির কোন শেষ নেই। রেল কর্তৃপক্ষ আর বলেন যে আপনারা গোপালগঞ্জবাসী আপনাকে যে সকল নেতাবৃন্দ আছে এই ছাত্র-ছাত্রীদের উপলক্ষে যদি সুদৃষ্টি দেন তাহলে এই ভোগান্তির সমস্যা সমাধান হয়। তপনবাবু রেল মাস্টার আরো বলেন আওয়ামীলীগের নেতা, করে সাংবাদিক,আরো স্থানীয় নেতারা আমাদের টিকিটের জন্য প্রতিনিয়ত সুপারিশ করছে আমরা কিভাবে টিকিট দিবো।

আরও খবর: সারাদেশ