সারাদেশ

গোপালগঞ্জে কাশিয়ানীতে অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষ আহত – ৪০

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৮:২০:৩১ প্রিন্ট সংস্করণ

 

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু–পক্ষের সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট আহত ৪০ আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে দু–পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ওই গ্রামের মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে আরেক সাইফুল শিকদার। আজ সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তাঁর দলবল নিয়ে অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে।

আরও খবর: সারাদেশ