সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

  নীলাকাশ টুডেঃ ১৫ অক্টোবর ২০২২ , ৫:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

 

 

অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক আবুল বাশার।

বরিশাল ব্যুরো:

বরিশালে আইনি পরামর্শ দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে এসআই আবুল বাশারকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এসআই আবুল বাশার কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি মোহম্মদ আজিমুল করিম জানান, গত ৫ অক্টোবর আইনি সহায়তা নিতে কোতয়ালী থানায় যান সদর উপজেলার কাশিপুর এলাকার এক গৃহবধূ। এসময় এসআই আবুল বাশার থানায় ছিলেন। সেখানে তার সাথে ওই গৃহবধূর পরিচয় হয়। ১৩ অক্টোবর ওই নারী আইনি পরামর্শ নেয়ার জন্য, এআই আবুল বাশারের সাথে ফোনে যোগাযোগ করেন। এসময় ওই গৃহবধূর সাথে দেখা করেন আবুল বাশার। ব্যক্তিগত অফিসে বসে আলোচনা করার কথা বলে ওই গৃহবধূকে নগরীর প্যারারা রোডে অবস্থিত আবাসিক হোটেল আলভির ২০৪ নম্বর কক্ষে নিয়ে যান তিনি।

এ পর্যায়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী। এ ঘটনায় এসআই আবুল বাশারের বিরুদ্ধে ওই গৃহবধূ মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মামলা দায়েরের পর এসআই আবুল বাশারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মহানগর পুলিশের কমিশনার সাইফুল ইসলাম।

আরও খবর: সারাদেশ