সারাদেশ

গাছেই শিক্ষকের মৃত্যু, মই দিয়ে উঠে লাশ উদ্ধার

  প্রতিনিধি ৩ জুন ২০২২ , ৫:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

 

নীলাকাশ টুডেঃ রাজশাহীর তানোরে তাল গাছের পাতা ছাঁটাই করতে উঠে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মই দিয়ে লাশ উদ্ধার করে।

মৃত শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বয়স ৬২ বছর। তিনি তানোর তালোন্দ উপরপাড়া এলাকার বাসিন্দা। পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তাল গাছের পাতা ছাঁটাইয়ের জন্য গাছে উঠেছিলেন তিনি। বার্ধক্যজনিত শারীরিক জটিলতাসহ হৃদরোগ ছিল তার। গাছে উঠে দড়ি দিয়ে নিজের কোমর বেঁধে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। ছাঁটাইয়ের একপর্যায়ে ৮-১০টি ঢাল একসঙ্গে তার গায়ে পড়ে। এতে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। বিষয়টি নিচে থাকা মেয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

তানোর থানার ওসি কামারুজ্জামান মিয়া জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা গাছ থেকে লাশ নামিয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরও করা হয়েছে।

আরও খবর: সারাদেশ