সারাদেশ

কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে পোশাক শ্রমিক নিহত

  গাজীপুর প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ১০:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গাবিন্দপুর এলাকার মৃত আকমাল ফকিরের ছেলে।

জানা যায়, নিহত আব্দুল কুদ্দুস স্থানীয় ইকো টেক্স লি. পোশাক কারখানায় প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইডার হয়ে রাস্তা পার হচ্ছিলেন কুদ্দুস। এ সময় চন্দ্রাগামী একটি কাভার্ডভ্যান পল্লীবিদুৎ এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটির সামনের চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।

নওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক রিপন হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি ও মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর: সারাদেশ